শুক্রবার মধ্যরাতে ভোগান্তিতে পড়েন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা
এক সপ্তাহের মধ্যেই আবারও বিভ্রাট দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাতে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নিয়ে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
৫ দিন আগে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে প্রায় ৬ ঘণ্টা অচল ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে ৩৬ হাজার ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করেছেন।
ফেসবুকের এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সমস্যাটি ঠিক করা হয়েছে। আমরা সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে, এক সপ্তাহের মধ্যেই দুইবার এ ধরনের সমস্যা হওয়ায় ফেসবুক কর্তৃপক্ষকে উপহাস করে টুইটারে পোস্ট দিয়েছেন অনেক ভুক্তভোগী।
এ সময় ফেসবুক কর্তৃপক্ষ এক টুইট বার্তায় সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানায়।
মতামত দিন