ইতোমধ্যেই আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলেও দেখা যাচ্ছে ইউএসবি-সি চার্জিং পোর্ট
বর্জ্য কমানোর লক্ষ্যে যে কোনো মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একই ধরনের চার্জার ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন।
প্রস্তাবে বলা হয়েছে, এর ফলে নতুন মোবাইল ফোন বা যন্ত্রপাতি কিনলেও পুরনো চার্জার ব্যবহার করেই কাজ চালাতে পারবে ব্যবহারকারীরা। তাই, এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নে ব্যবহৃত সব মোবাইল ফোনের জন্য ইউএসবি-সি ধরনের চার্জার রাখতে হবে।
এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, তাদের আশঙ্কা প্রযুক্তির উদ্ভাবনীকে ক্ষতিগ্রস্ত করবে এ ধরনের প্রস্তাবনা।
অ্যাপল জানায়, “চার্জার তৈরিতেও এ ধরনের নিয়ম ও বাধ্যবাধকতা থাকলে, প্রযুক্তির উদ্ভাবনী শক্তিকে আরও ব্যাহত করবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন বিশ্বের সকল ব্যবহারকারী।”
বর্তমানে প্রায় সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গুলোয় ইউএসবি মাইক্রো-বি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়। এমনকি ২০১৮ সালে ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি হওয়া অর্ধেক ফোনেই ইউএসবি মাইক্রো-বি চার্জার ছিল। তবে আস্তে আস্তে সে স্থান দখল করে নিচ্ছে ইউএসবি-সি চার্জিং পোর্ট।
স্যামসাং, হুয়াওয়ের মত প্রতিষ্ঠানগুলোও তাদের নতুন মডেলের ফোনগুলোতে ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহার করছে। এমনকি, আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলেও দেখা যাচ্ছে ইউএসবি-সি চার্জিং পোর্টকেই। যদিও অ্যাপল তাদের স্মার্টফোনের জন্য “লাইটনিং পোর্ট” নামে সম্পূর্ণ আলাদা ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে।
মতামত দিন