অনলাইনে থাকা সত্ত্বেও অন্যদের চোখ এড়িয়ে হোয়াটসঅ্যাপে মেসেজিং করা সম্ভব
অনলাইনে বার্তা আদান-প্রদানের জন্যে “হোয়াটসঅ্যাপ” খুবই জনপ্রিয় একটি অ্যাপ। সহজ ইন্টারফেস এবং বিনামূল্যে ছবি, অডিও, ভিডিও, ফাইল ডকুমেন্ট পাঠানোর সুবিধার কারণে দৈনন্দিন জীবনে এই অ্যাপ বহুল ব্যবহৃত। হোয়াটসঅ্যাপের বিষয়ে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, অনলাইনে থেকেও কি কারও চোখ এড়িয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করা যায়?
এই প্রশ্নের উত্তরে বলতে হয়- হ্যাঁ, অনলাইনে থেকেও অন্যের চোখ এড়িয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করা সম্ভব।
তিনটি উপায়ে অনলাইনে থাকা সত্ত্বেও লুকিয়ে হোয়াটসঅ্যাপ থেকে বার্তা আদান-প্রদান করা সম্ভব।
- প্রথমেই ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। তাহলে হোয়াটসঅ্যাপে কেউ কোনো মেসেজ পাঠালে তা মোবাইল ফোনের নোটিফিকেশন বারে ভেসে উঠবে। সেখানে থাকা “রিপ্লাই” অপশন ব্যবহার করেই চ্যাট করা যায়।
- গুগল প্লে স্টোর থেকে ‘‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’’ অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপ ব্যবহার করে কারও সঙ্গে মেসেজিং করলেও ব্যবহারকারীকে অনলাইন দেখাবে না।
- নোটিফিকেশন অপশন চালুর পর মোবাইল ফোনের নোটিফিকেশন বারে কারও মেসেজ এলে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ (মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই) বন্ধ করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকে রিপ্লাই দিতে হবে। রিপ্লাইয়ের পর হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে আবারও ইন্টারনেট সংযোগ চালু করে দিলে ব্যাবহারকারীর মেসেজ নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছালেও ব্যবহারকারীকে অনলাইন দেখাবে না।
মতামত দিন