এই সিরিজের রয়েছে চারটি মডেল-আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স
অবশেষে বাজারে এলো আইফোন ১৩। বুধবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হলো আইফোন ১৩ এবং অ্যাপল ওয়াচ ৭ এর লঞ্চিং অনুষ্ঠান। আইফোনের নতুন মডেলের সেলফোনের জন্য মুখিয়ে ছিলেন অসংখ্য মানুষ। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই দেখতে নতুন এ ফোনের ডিজাইনে খুব বেশি চমক নেই।
এই সিরিজের রয়েছে চারটি মডেল-আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে পাওয়া যাবে সুপার রেটিনা এক্সডিএ ডিসপ্লে, আইপি৬৪ রেটি, এ১৪ বায়নিক প্রসেসর, ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও আইওএস ১৫ অপারেটিং সিস্টেম।
ডিজাইনে কোনো চমক না থাকলেও ব্যাটারি এবং কার্যকারিতার দিক দিয়ে পুরনো মডেলগুলোর চেয়ে অনেক উন্নতমানের আইফোন ১৩। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।
নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।
সম্প্রতি আইফোন ১৩-র দাম নিয়ে “অ্যাপল হাব” ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই প্রথম বলা হয়েছিল, আইফোনের দাম হতে পারে ৭৯৯ ডলার বাংলাদেশি মুদ্রায় ৬৭ হাজার ৯১৫ টাকা (১ ডলার ৮৫ টাকা ধরে)। তবে বাংলাদেশে ভ্যাটসহ অন্যান্য চার্জ যুক্ত হলে এ ফোনের দাম আরও বাড়বে। মডেল আত্মপ্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে।
মতামত দিন