শিগগিরই জিমেইল অ্যাপে ভিডিও এবং অডিও কল করার নতুন অপশন যুক্ত হবে
জিমেইল ব্যবহারকারীদের জন্য ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। যা ব্যবহারকারীদের আরও সহজ ও ভালো ভিডিও কলিং এক্সপেরিয়েন্স দেবে।
সাধারণত গুগল ব্যবহারকারীদের কোনো মিটিং কিংবা ভিডিও কনফারেন্সের জন্য ইউআরএল জেনারেট করে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, যা কখনো কখনো কিছু সমস্যার সৃষ্টি করে। কিন্তু, গুগলের এ নতুন সুবিধায় এ ধরনের ঝামেলা থাকবে না বলে জানিয়েছে টেক জায়ান্ট কর্তৃপক্ষ।
এ নিয়ে গুগল বলছে, এ নতুন ফিচারটির মাধ্যমে গুগলের মিটিংগুলো আরও স্বতঃস্ফূর্ত ও সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জিমেইল অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে কন্টাক্ট লিস্টে থাকা যে কাউকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।
খুব শিগগিরই জিমেইল অ্যাপে ভিডিও ও ফোন করার নতুন অপশন যুক্ত করা হবে। যাতে করে সহজেই একটি ভিডিও কল বা কল স্টার্ট করা যায়।
ইতোমধ্যেই গুগল ঘোষণা করেছে, এ বছরই নভেম্বরের শুরুর দিকে সব ব্যবহারকারী এ অপশনটি ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে আরও থাকছে গুগল মিটে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্ট।
মতামত দিন