অ্যাপলের ‘আইফোন ১৩’ এ এমন সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সুবিধা যুক্ত করে নেটওয়ার্কের সাহায্য ছাড়াই কল করার সুবিধা দেবে অ্যাপল।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের “আইফোন ১৩” স্মার্টফোনে এমন সুবিধা আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফলে সেলুলার নেটওয়ার্ক না থাকলেও কল করা কিংবা বার্তা পাঠানো যাবে বলে অ্যাপলের পরবর্তী স্মার্টফোনে।
এর আগে গত রবিবার নতুন আইফোনে স্যাটেলাইটে যুক্ত হওয়ার সুবিধা আসছে বলে জানান অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপলের পক্ষ থেকে ঘোষণা আসার আগে প্রতিষ্ঠানটির আসন্ন পণ্যের নানান দিক সম্পর্কে প্রায়ই জানিয়ে থাকেন তিনি। আগেও তার অনুমানগুলো বেশিরভাগ সময়ই সত্যি হয়ে এসেছে।
নেটওয়ার্ক ছাড়া কীভাবে কাজ করবে ফোনটি
প্রতিবেদনটিতে বলা হয়েছে, “ইমার্জেন্সি মেসেজ ভায়া স্যাটেলাইট” নামের একটি সুবিধা থাকতে পারে পরবর্তী আইফোনে। এর মাধ্যমে সেলুলার নেটওয়ার্কবিহীন কোথাও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি সেবা এবং জরুরি যোগাযোগের নম্বরগুলোয় বার্তা পাঠানো যাবে। এসব বার্তার অক্ষরসীমা ঠিক করে দেওয়া থাকবে এবং এসএমএসের সবুজ কিংবা আইমেসেজের নীল আইকনের বদলে ধূসর রঙের।
মতামত দিন