বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে এক বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে এক বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২৫ আগস্ট) অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এক বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে মন্ত্রী বলেন, তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছেন। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। ফেসবুক বিভিন্ন দেশে এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে।
মোস্তাফা জব্বার বলেন, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিত না। এখন তারা ভ্যাট দেয়। বিনিয়োগ করতে চায়। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তথ্য চাইলে সহযোগিতা করছে। ফেসবুক বাংলাদেশের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না।
মতামত দিন