উবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা জরুরি রাইড সেবা দিচ্ছে
মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা কিংবা গর্ভাবস্থা অথবা যে কোন গুরুতর শারীরিক অসুস্থতার জন্য তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রয়োজন হতে পারে। এরকম সময় একটি সিএনজি খুঁজে পেতে বা একটি অ্যাম্বুলেন্স ডাকতে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আর তাই এ ধরনের জরুরি মূহুর্তে আপনার কাজে আসতে পারে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং উবার।
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং উবারের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, উবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা জুরুরি রাইড সেবা দিচ্ছে। আর এই সেবা পেতে শুধুমাত্র অ্যাপটি চালু করে পিকআপ ও গন্তব্য দিয়ে রাইডের রিকোয়েস্ট (অনুরোধ) পাঠালেই কাজ শেষ। কয়েক মিনিটের মধ্যে উবার রাইডার আপনার কাছে চলে আসবে।
এতে আরও বলা হয়েছে, উবারের এই রাইডগুলো সম্পূর্ণ নিরাপদ। এ ক্ষেত্রে বেশ কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। যেমন জিপিএস ট্র্যাকিং, বিশ্বস্ত যোগাযোগ, স্ট্যাটাস শেয়ার, ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর ৯৯৯, ২৪x৭ নিরাপত্তা হেল্পলাইন এবং কয়েকটি বিস্তৃত প্রযুক্তি সক্ষম নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে বাধ্যতামূলক মাস্ক নীতি এবং চালক ও যাত্রীর উভয়ের জন্যই যাত্রার পূর্বে মাস্ক ভেরিফিকেশন সেলফি ইত্যাদি।
মতামত দিন