সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিল গেটস
আইফোন না অ্যান্ড্রয়েড কোনটি বেশি জনপ্রিয় তা নিয়ে বিতর্ক চলছেই। অনেকের কাছেই আইফোন গর্বের বস্তু আবার আকাশ ছোঁয়া মূল্যের কারণে অনেকের নাগালে বাইরের বস্তু। তাই বলে বিল গেটসের সাধ্যের বাইরে নিশ্চয় নয়?
বরাবরই সাধারণ জীবন-যাপন করে আসা এই মাইক্রোসফট প্রতিষ্ঠাতার স্মার্টফোনের ক্ষেত্রেও আইফোন না, পছন্দ অ্যান্ড্রয়েড ফোন। আইফোন থাকলেও বিশেষ প্রয়োজন না পড়লে ব্যবহার করেন না সেটি।
সম্প্রতি ক্লাবহাউস অ্যাপের “অডিও অনলি” সাক্ষাৎকারে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিন এবং ক্লাবহাউসের সহ-প্রতিষ্ঠাতা পল ডেভিডসনকে এমনটিই জানালেন বিল গেটস।
বিল গেটস জানান, অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম আর সহজবোধ্যতা ভালো লাগে তার।
“আসলে আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কারণ সব কিছুর খোঁজ পেতে চাই আমি। তাই আইফোন থাকলেও আমার সাথে সবসময় রাখি অ্যান্ড্রয়েড ফোন। অনেক অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টল করা থাকে যা আমার জন্য প্রয়োজনীয়।”
মতামত দিন