তবে এবার অ্যাপটি ব্যবহার করে গ্রাহকদের গোপন তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে কার সাথে চ্যাট করছেন, এটি কেউ জেনে ফেললে তাহলে কেমন হবে ব্যাপারটা? বলুন তো?
সম্প্রতি গুগল প্লে স্টোর “ট্রেসড সিটিও ম্যাট বডি” নামে একটি সংস্থা এমন বেশ কিছু হোয়াটসঅ্যাপ স্টেটাস ট্র্যাকারের তথ্য সামনে নিয়ে এল। তবে গ্রাহকের গোপনীয়তার কথা মাথায় রেখে ওই সমস্ত হোয়াটসঅ্যাপ স্টেটাস ট্র্যাকার অ্যাপ্লিকেশনগুলির নাম উল্লেখ করেনি সংস্থাটি। এই তথ্য সামনে আনার উদ্দেশ্য হল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা এবং একই সঙ্গে গ্রাহকদের সচেতন করা।
কী ভাবে কাজ করে অ্যাপগুলি?
গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে যে কোনও গ্রাহক হোয়াটসঅ্যাপে “অন” রয়েছেন কি না, বা কখন ও কতক্ষণের জন্য “অন” ছিলেন, তা সহজেই জানা যাবে। এমনকী কোনও অজানা নম্বর যা ফোনে আগে থেকে সেভ করা নেই, তারও হালহকিকত সব জেনে ফেলা যাবে।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কথা বলছে, তাও জানা যাবে এই অ্যাপগুলির মাধ্যমে। যে নম্বরগুলিতে একজন নজর রাখতে চান, সেগুলি ওই অ্যাপে দিয়ে রাখলে হোয়াটসঅ্যাপে “অন” হওয়া মাত্র সব খবর পাওয়া যাবে।
গ্রাহকদের নিরাপত্তা নিয়ে হোয়াটসঅ্যাপকে বারবারই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবার অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের গোপন তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি হোয়াটসঅ্যাপ।
মতামত দিন