এই পদ্ধতিতে স্মার্টফোনে তোলা চোখের ছবি ব্যবহার করে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে কিনা তা শনাক্ত করা যাবে
ফোন অ্যাপের মাধ্যমে চোখ স্ক্যান করে মাত্র তিন মিনিটে ৯৫% নির্ভুলভাবে করোনাভাইরাস পরীক্ষা করা সম্ভব বলে দাবি করেছে জার্মানভিত্তিক সংস্থা সেমিক আরএফ ।
সংস্থাটি জানায়, এর মাধ্যমে তারা নতুন যুগের সূচনা করতে পারবে বলে আশাবাদী।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওল্ফগ্যাং গ্রুবার জানিয়েছেন, সেমিক আরএফ'র স্ক্যানিং অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একত্রে সাথে তৈরি করা হয়েছে। অনুমোদনের পেলেই আগামী মাসের শেষের দিকে এটি চালু করা হবে।
এই পদ্ধতিতে স্মার্টফোনে তোলা চোখের ছবি ব্যবহার করে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে কিনা তা শনাক্ত করা যাবে। এ ভাইরাসের লক্ষণটির নামকরণ করা হয়েছে “গোলাপী চোখ”।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রুবার বলেন, “গোলাপী রঙের ২০ লাখেরও বেশি শেড থেকে কোভিড-১৯ ভাইরাসটিকে আলাদা করতে পেরেছি।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৭০ হাজার জনেরও বেশি মানুষের শরীরে অ্যাপটি ব্যবহার করা হয়েছে। অ্যাপটি প্রতি সেকেন্ডে ১ কোটি স্ক্যান করতে পারে।
"আপনি আপনার ফোনে অ্যাপটি ব্যবহার করে উভয় চোখের ছবি তুলুন। তারপর মূল্যায়নের জন্য প্রেরণ করুন। পরীক্ষিত ব্যক্তির স্মার্টফোনের কিউআর কোড হিসেবে ফলাফল সংরক্ষণ করা হবে," গ্রুবার যোগ করেন।
মতামত দিন