ক্রেতারা স্যামসাংয়ের 'ঈদ মোবারক' ক্যাম্পেইনের আওতায় এ অফারগুলো উপভোগ করতে পারবেন
আসন্ন ঈদুল আযহায় প্রযুক্তিপ্রেমীদের উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে স্মার্টফোনের ওপর একাধিক অফার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ক্রেতারা স্যামসাংয়ের “ঈদ মোবারক” ক্যাম্পেইনের আওতায় এ অফারগুলো উপভোগ করতে পারবেন।
ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় গ্যালাক্সি নোট ১০ লাইট ডিভাইসে ৬ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে স্যামসাং। মূল্যছাড়ের পর ক্রেতারা ডিভাইসটি ৫৫,৯৯৯ টাকার পরিবর্তে ৪৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও, ৯৯,৯৯৯ টাকায় নতুন গ্যালাক্সি এস২০প্লাস অথবা ১ লাখ ২৯ হাজার টাকায় গ্যালাক্সি এস২০ আল্ট্রা কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে দু’টি অফার। ক্রেতারা এ দু’টি ডিভাইসটির যেকোনো একটিতে অফার হিসেবে বিনামূল্যে গ্যালাক্সি বাডস (১৫ হাজার টাকা সমমূল্যের) অথবা ১০ হাজার টাকা ক্যাশ ব্যাক সুবিধা নিতে পারবেন।
নির্দিষ্ট ডিভাইসে এক্সচেঞ্জ অফারে গ্যালাক্সি এস২০ সিরিজের কোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রেও ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। এছাড়াও, সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীরা গ্যালাক্সি এস২০ প্লাস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করবেন এবং এস২০ আল্ট্রার ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন।
আকর্ষণীয় এসব অফার ছাড়াও ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি অনেকগুলো ডিভাইস বাজারে ছেড়েছে। স্যামসাং স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রতিষ্ঠানটি দেশের বাজারে ১১,৯৯৯ টাকায় গ্যালাক্সি এম০১ (৩/৩২জিবি), ১৪,৯৯৯ টাকায় গ্যালাক্সি এম১১ (৩/৩২জিবি), ১৮,৯৯৯ টাকায় গ্যালাক্সি এম২১ (৪/৬৪জিবি) এবং ২০,৯৯৯ টাকায় এ ফোনটির ৬/১২৮ জিবি’র সংস্করণ, ২৩,৯৯৯ টাকায় গ্যালাক্সি এম৩১ (৬/৬৪ জিবি) এবং ২৭,৯৯৯ টাকায় এ ফোনটির ৮/১২৮ জিবি সংস্করণ, ২৫,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩১ (৬/১২৮ জিবি) এবং ২৯,৯৯৯ টাকায় চলতি বছরের প্রথমভাগে সর্বোচ্চ বিক্রি হওয়া ডিভাইস গ্যালাক্সি এ৫১ (৬/১২৮ জিবি) নিয়ে এসেছে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জরিপ অনুযায়ী, মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার আগের তুলনায় বেড়েছে। হালনাগাদ তথ্য থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার এবং বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে মানুষ স্মার্টফোনে অধিক সময় ব্যয় করছে। এজন্য, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমাদের বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগটি আমাদের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন ও আকর্ষণীয় সুবিধা নিয়ে আসার ধারাবাহিক প্রতিশ্রুতিরই অংশ।”
মতামত দিন