হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, উইন্ডোজ সিস্টেমের কোন ফোনেই ১ জানুয়ারি থেকে তাদের পরিষেবা পাওয়া যাবে না। আর কিছু পুরনো সিস্টেমের অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও সাপোর্ট দেওয়া বন্ধ করতে চলেছে তারা
বর্তমান সময়ে ইনস্ট্যান্ট মেসেঞ্জিং ও ভয়েজ সার্ভিসে যোগযোগের অন্যতম একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীদের জন্য রয়েছে কিছু সতর্কবাণী। তবে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে বেশ কিছু ফোনে ব্যাবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। কারণ ওইসব ফোনের অপারেটিং সিস্টেম যথেষ্ট পুরনো, যারফলে সেগুলোতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।
এক্ষেত্রে পহেলা জানুয়ারি থেকে উইন্ডোজ ফোন ও ১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, উইন্ডোজ সিস্টেমের কোন ফোনেই পহেলা জানুয়ারি থেকে তাদের পরিষেবা পাওয়া যাবে না। আর কিছু পুরনো সিস্টেমের অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে সাপোর্ট দেওয়া বন্ধ করতে চলেছে তারা। অ্যান্ড্রয়েট ২.৩.৪.৫.৬.৭ বা তার আগের ভার্সনের ফোনে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েডের এই পুরনো ভার্সনগুলোতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে আগামী পহেলা ফেব্রুয়ারি ২০২০ থেকে।
একইভাবে “আইওএস ৮” বা তার পুরনো ভার্সনের ফোনগুলোতেও আর মিলবে না হোয়াটসঅ্যাপ সাপোর্ট। ফলে “আইওএস ৮” ডিভাইস অপারেটিং সিস্টেমে যে ফোনগুলো চলছে তার গ্রাহকরা হোয়াটসঅ্যাপ পরিষেবা আর পাবেন না। এক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে পহেলা ফেব্রুয়ারি থেকে।
তবে নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো সবই ৮ অথবা ৯ ভার্সনের। আর অ্যাপলের আইফোন ৪এস-ও এখন “আইওএস ৯”-এ চলে। তাই চিন্তার কিছু নেই, আপনার ফোন সম্ভবত ওই তালিকার বাইরেই থাকবে। তাই আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা পাবেন।
তবে চিন্তার কিছু নেই, আপনার ফোন সম্ভবত এই তালিকার বাইরেই থাকবে। তাই আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা পাবেন। নতুন অ্যান্ড্রয়ে়ড ফোনগুলি হয় সবই অ্যান্ড্রয়েড ৮ অথবা ৯ ভার্সনের। আর অ্যাপলের আইফোন ৪এস-ও এখন “আইওএস ৯”-এ চলে। ফলে তার আগের অপারেটিং সিস্টম ভার্সানের ফোন হলে সেখানেই কেবল হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।
মতামত দিন