২০১৯ সালে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে রেকর্ড সৃষ্টি করেন লিওনেল মেসি
২০২১ সালের ব্যালন ডি'অর পুরস্কারের জন্য ৩০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।২০১৯ সালে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে রেকর্ড সৃষ্টি করেন লিওনেল মেসি। এ বছরের ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন চেলসির জর্জিনিয়ো এবং বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কিও।
এ বছর ৩০ জনের এ সংক্ষিপ্ত তালিকায় প্রিমিয়ার লিগের আরও ১৪ জন এবং ইতালির ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ী দলের পাঁচ খেলোয়াড়ও রয়েছেন।
ফ্রান্স ফুটবল আয়োজিত ব্যালন ডি'অর প্রতিবছর বিশ্বের সেরা ফুটবলারকে পুরস্কৃত করে থাকে।
২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন মেসি।
অন্যদিকে, ইতালির মিডফিল্ডার জর্জিনিয়ো ইউরো ২০২০ জয়ের আগে গত মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছিলেন।
অপরদিকে, ২০২০-২১ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডফস্কি বুন্দেসলিতে ৪১ গোল করে গত মৌসুমে বায়ার্ন মিউনিখে জার্মান লিগ শিরোপা জিতিয়েছে।
এছাড়া, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় এবং পাঁচবার ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবং রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ, মেসি বাদে একমাত্র খেলোয়াড় যারা ২০০৮ সাল থেকে পুরস্কার জিতেছেন। এবারও তারা দুজন মনোনীত হয়েছেন।
আগামী ২৯ নভেম্বর প্যারিসের থিয়েটার ডে চ্যাটলেটে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। অনূর্ধ্ব ২১ কোপা ট্রফির জন্য সেরা ১০-এর মধ্যে ইংল্যান্ডের জুড বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড), মেসন গ্রিনউড (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং বাকায়ো সাকা (আর্সেনাল) আছেন।
১৯৫৬ সাল থেকে প্রতিবছর ব্যালন ডি’অর দেওয়া হলেও করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে পুরস্কার দেওয়া হয়নি।
মতামত দিন