লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর সমান ম্যাচে ২৭ পয়েন্টে শীর্ষে ব্রাজিল
আকাশে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে দারুণ খেলেও গোল না পাওয়ার মাশুল গুণে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে স্কালোনির শিষ্যদের।
শুক্রবার (৮ অক্টোবর) ভোরে প্যারাগুয়ের মাঠে শুরু হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থবারের মতো পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৭ পয়েন্টে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ করে বেশি খেলে সমান ১৬ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে তিনে ইকুয়েডর ও চারে আছে উরুগুয়ে।
আগের ম্যাচেই হ্যাটট্রিক করা লিওনেল মেসি এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন। তবে কৌশলগত কারণে কিছুটা নিচে নেমে বল যোগানেই বেশি মনোযোগী ছিলেন তিনি। যার কারণে দারুণ সব সুযোগ তৈরি করেছেন আলবিসেলেস্তেরা। শুরু থেকেই হামলে পড়েছেন স্বাগতিক রক্ষণে। কিন্তু জাল খুঁজে নিতে পারেননি। পারেননি প্যারাগুয়ের রক্ষণে ফাঁটল ধরাতে।
প্যারাগুয়েও পাল্টা আক্রমণে গেছে সুযোগ বুঝে। কিন্তু গোলটা আদায় করতে পারেনি তারাও। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তো ছিলেনই দেয়াল হয়ে।
ম্যাচের সময় বাড়ার সঙ্গে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ১০ম মিনিটে মেসির রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে কোররেয়ার শট ঝাঁপিয়ে ফেরান প্যারাগুয়ে গোলরক্ষক আন্তোনি সিলভা।
বক্সের ভেতর আবার কোররেয়াকে বল দেন মেসি। তার শট গোলরক্ষক ঠিকমতো ফেরাতে না পারলে গোলমুখে পেয়ে যান ডি মারিয়া। তার টোকায় বল ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে যায়। ২৬তম মেসির ফ্রি-কিক জাল খুঁজে পায়নি অল্পের জন্য।
প্রথমার্ধের খেলার ধারাটা মধ্যবিরতির পরও ধরে রাখে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে মূহমূহ চাপে ফেলে। স্বাগতিক গোলরক্ষকও পরীক্ষায় উতরে গেছেন মেসির সামনে। জমে ওঠা ম্যাচের শেষদিকে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা বসায় দুদলই। শেষদিকে উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পায়নি কোনো দলই।
উল্লেখ্য, মেসিদের পরের ম্যাচ ঘরের মাঠে। ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। একইদিনে কলম্বিয়ায় নামবে নেইমারের ব্রাজিল।
মতামত দিন