২-০ ব্যবধানে হেরেছে মেসি, নেইমার, এমবাপের পিএসজি
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমারদের নিয়ে গড়া তারকা সমৃদ্ধ পিএসজিকে লিগ ওয়ানে প্রথম হারের তেতো স্বাদ দিল রেন।
রবিবার (৩ অক্টোবর) ঘরোয়া লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে পিএসজি।
হারের পরেও ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট শীর্ষেই আছে পিএসজি। ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে রেন।
ম্যাচের শুরু থেকেই বিবর্ণ ছিল পিএসজি। প্রতিপক্ষের মাঠে ছিল ফিনিশিং দুর্বলতা । ম্যাচের ৬ মিনিটে বক্সে ঢুকেও গোল করতে পারেননি এমবাপ্পে। ২৩ মিনিটে বক্সের ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার। দুই মিনিট পর মেসির পাসে এমবাপ্পের শট ক্রস বারের ওপর দিয়ে যায় চলে।
৩১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া মেসির ফ্রি-কিক বাধাপ্রাপ্ত হয়েছে ক্রসবারে লেগে। ৪৪ মিনিটে দি মারিয়ার অ্যাসিস্টে নেইমার চেষ্টা করেও কিছু করতে পারেননি।
বিপরীতে বিরতির আগে পাল্টা আক্রমণে এগিয়ে যায় রেন। কামালদিন সুলেমানার বাঁদিক থেকে বাড়ানো ক্রসে ডিফেন্ডার নুনো মেন্দেসের বাধা এড়িয়ে নিখুঁত শটে গোলটি করেন লেবর্দি।
বিরতির পর ডান দিক থেকে দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে জোরালো শটে স্কোরলাইন ২-০ করেন ফরাসি মিডফিল্ডার ফ্লেভিয়াঁ।
মতামত দিন