ম্যাচে প্রথম গোল খাওয়ার পর সতীর্থ সার্জিও বুস্কেটসের সঙ্গে তর্ক বেধে যায় পিকের। হতাশা আরও বাড়ে সাবেক বার্সা ফরোয়ার্ড সুয়ারেজের দেওয়া গোলের পর
দুঃসময়টা যেন পিছু ছাড়তেই চাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। গত রাতেও লিগের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-০ ব্যবধানে হেরেছে কাতালানরা।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে এখন বার্সেলোনার অবস্থান ৯ম। টেবিলে বর্তমানে প্রথম অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকোর চাইতে এক ম্যাচ কম খেলেছে তারা।
হতাশার এই ম্যাচ শেষে বার্সার রক্ষণভাগের অন্যতম ভরসা জেরার্ড পিকে বলেছেন, ‘‘তিন ঘণ্টা খেললেও আমরা গোল পেতাম না।’’ স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচের ৭১% সময় নিজেদের দখলে বল রেখেছে বার্সা। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কোনো গোলের দেখা পায়নি কোম্যানের শিষ্যরা।
আরও পড়ুন- বার্সেলোনাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোম্যান?
এদিকে, ম্যাচে প্রথম গোল খাওয়ার পর সতীর্থ সার্জিও বুস্কেটসের সঙ্গে তর্ক বেধে যায় পিকের। বার্সাকে আরও হতাশায় ডোবান ক্লাবের সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ৪৪ মিনিটে তার পা থেকে আসে অ্যাটলেটিকোর দ্বিতীয় গোল।
তবে আন্তর্জাতিক বিরতির পর শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করে পিকে বলেন, ‘‘এমন ফলাফল অপ্রত্যাশিত। কিন্তু এখন আমাদের বিশ্রামে গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে।’’
এদিকে, গোল করার পর বিশেষ ইঙ্গিত (জেশ্চার) দেখিয়েছেন লুইস সুয়ারেজ।
কার উদ্দেশে সুয়ারেজের এমন ইঙ্গিত?
রোনাল্ড কোম্যানকেই তিনি কোনো ইঙ্গিত দিয়েছেন কি-না? জানতে চাইলে সাবেক এই বার্সা স্ট্রাইকার গণমাধ্যমকে বলেন, ‘‘তিনি (কোম্যান) যদি বিষয়টিকে এভাবে দেখতে চান, তবে এটা তেমনই। কিন্তু আমি আসলে বোঝাতে চেয়েছি যাদের কাছে আমার ফোন নম্বর আছে তারা যেন আমাকে কল করতে না ভোলেন। কারণ আমি নম্বর পাল্টাইনি।’’
গোল উদযাপন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘উদযাপন করলে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিতাম। আমিও অন্য দশজন বার্সা ফ্যানের মতো। খারাপ সময় পার করা সাবেক সতীর্থদের কথা ভেবেই আমি কোনো উল্লাস করিনি।’’
মতামত দিন