আপাতত সাবেক এ ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল হলেও তাকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ইনজামাম উল হক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হার্ট অ্যাটাক হওয়ার পর সন্ধ্যার দিকে তার এনজিওপ্লাস্টি করা হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।
পাকিস্তানি সংবাদপত্র “দ্য ডনের” এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানায়, তিন দিন ধরেই নাকি বুকে অস্বস্তিবোধ করছিলেন ইনজামাম। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটারের হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইনজামামের এক সহকারীর কাছ থেকে জানা যায়, আপাতত ইনজামামের অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা।
দেশ ও দেশের বাইরের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারই সামজিক যোগাযোগমাধ্যমে ইনজামাম উল হককে শুভকামনা জানিয়েছেন।
Wishing Inzamam-ul-Haq all the very best, that he recovers completely and remains part of our game for many many years.
— Harsha Bhogle (@bhogleharsha) September 27, 2021
Prayers for the quick recovery of our legend and pride of Pakistan Syed Inzamam ul Haq. May Allah SWT give you complete shifa. @Inzamam08 #InzamamUlHaq
— Mohammad Rizwan (@iMRizwanPak) September 28, 2021
মুলতানের সুলতান খ্যাত ইনজামাম উল হককে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ধরা হয়। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম বড় কাণ্ডারি ছিলেন ইনজামাম উল হক। ৩৭৫ ম্যাচে ১১ হাজার ৭০১ রান নিয়ে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড তার। টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ইনজামাম। অবসরের পর পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শক ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। কিছুদিন দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবেও।
মতামত দিন