ক্রিস গেইলের পর বিরাটই দ্বিতীয় খেলোয়াড় যিনি টি-টোয়েন্টি এবং ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলকে পৌঁছেছেন
প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ম্যাচে ১০ হাজার রানের তালিকায় নাম লেখান বিরাট।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পর বিরাটই দ্বিতীয় ব্যক্তি, যিনি টি-টোয়েন্টি এবং ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলকে পৌঁছেছেন।
৩২ বছর বয়সী এ তারকা ক্রিকেটার গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে স্বল্পতম ফরম্যাটে ১০ হাজার রান করার তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
কোহলি এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১৪টি ম্যাচে ১০ হাজার ৩৮ রান করেছেন (গড় ৪১.৬৫) যার মধ্যে ৩ হাজার ১৫৯ রান ভারতের হয়ে খেলার সময় সংগ্রহ করেছেন। এছাড়া, পাঁচটি সেঞ্চুরি করেছেন যার সবই আরসিবির হয়ে।
মতামত দিন