মঈন আলী তার টেস্ট ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং এটি অন্য ব্রিটিশ মুসলমানদের ইংল্যান্ডের হয়ে খেলতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন
ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া মঈন আলী ৬৪ টেস্টে ২৮.২৯২ গড়ে ২,৯১৪ রান করেন এবং তার অফ স্পিন দিয়ে ১৯৫ উইকেট নেন।
এক টুইট বার্তায় মঈন আলী তার টেস্ট ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং এটি অন্য ব্রিটিশ মুসলমানদের ইংল্যান্ডের হয়ে খেলতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি কিন্তু মাঝে মাঝে তবে এর চাপ অনেক বেশি ছিল। আমি মনে করি আমি যথেষ্ট করেছি এবং আমি যেভাবে করেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট।"
তিনি আরও বলেন, "এটা সত্য যে কেউ না কেউ থাকে যে আপনাকে অনুপ্রাণিত করে... আমি জানি তিনি ইংরেজ ছিলেন না, কিন্তু আমি হাশিম আমলাকে যখন প্রথম দেখেছিলাম, আমি ভেবেছিলাম সে যদি এটা করতে পারে তবে আমিও করতে পারি।”
6⃣4⃣ Test matches
— England Cricket (@englandcricket) September 27, 2021
1⃣9⃣5⃣ wickets
2⃣9⃣1⃣4⃣ runs
Countless memories ❤️#ThankYouMo 👏
গার্ডিয়ান এবং ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই কিকেটার বলেন, তিনি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে হিমশিম খাচ্ছিলেন এবং এখন তিনি সাদা বলের দিকে মনোনিবেশ করতে চান।
তিনি বলেন, "ভারত সিরিজের সময় আমার মনে হয়েছিল আমার শেষ করা উচিত।"
মতামত দিন