হতাশাজনক এ ড্রয়ের পরও ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই
লা লিগায় এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছিল বেশ অপ্রতিরোধ্য। টানা ৪ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ রীতিমত আকাশে উড়ছিল। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রিয়ালেরই ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে রুখে দিয়ে সেই উড়ন্ত রিয়ালকে মাটিতে নামিয়ে আনল ভিয়ারিয়াল।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ লা লিগায় চলমান মৌসুমে ৬ ম্যাচে ২১ গোল করেছিল। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের দর্শকদের সামনে রিয়াল গোলের দেখাই পায়নি। অবশ্য গোলের দেখা পেতে হলে যে গোলের সুযোগ সৃষ্টি করতে হতো। প্রথমার্ধে রিয়াল তার ছিটেফোঁটাও করতে পারেনি। উল্টো ভিয়ারিয়ালের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় লস ব্লাঙ্কোসদের।
দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, প্রথমার্ধের অনুপস্থিত ছন্দ আর নিয়ন্ত্রণও খুঁজে পেয়েছিল। কিন্তু কাঙ্খিত গোলের দেখা আর পায়নি সর্বোচ্চ ৩৪ বারের লা লিগার শিরোপাজয়ীরা। অন্যদিকে, ভিয়ারিয়াল দারুণ দুটো সুযোগ পেলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় তা নস্যাৎ হয়ে যায়।
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে পরাজিত হওয়ায় রিয়ালের কাছে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করার সুযোগ ছিল। তা না পারলেও হতাশাজনক এ ড্রয়ের পরও ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে এ মৌসুমে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদ।
এদিকে, লা লিগায় রিয়ালের জয়ের ধারায় ছেদ পড়লেও ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির জয়ের ধারা অব্যাহত রয়েছে। লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামলেও ইদ্রিসা গানা গুইয়ে এবং জুলিয়ান ড্রাক্সলারের গোলে মন্তপেলিয়ের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন। এ নিয়ে ৮ ম্যাচ থেকে টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
মতামত দিন