ঘরের মাঠে নিজের সাবেক ক্লাব মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্কো অ্যাসেনসিও
সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ৬-১ গোলের ব্যবধানে উড়িয়ে লা-লিগায় শীর্ষস্থান দখল করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে নিজের সাবেক ক্লাব মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্কো অ্যাসেনসিও। কারিম বেনজেমা দুই গোল করে ছুঁয়ে ফেললেন লা লিগায় ২০০ গোলের মাইলফলক।
চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় আগের দুই ম্যাচে রিয়াল মাদ্রিদকে জিততে যথেষ্ট ভুগতে হলেও এই ম্যাচে তারা ছিল দুর্দান্ত। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে মায়োর্কা যেন ছিল অসহায়। দুই অর্ধে তিনটি করে গোল হজম করে মায়োর্কা।
প্রতিপক্ষ রক্ষণের ভুলে তৃতীয় মিনিটে প্রথম গোলটা পায় রিয়াল মাদ্রিদ। হোসে গায়া তার সতীর্থকে ব্যাকপাস করতে গিয়ে বল দিয়ে বসেন বেনজেমাকে। বল পেয়ে বেনজেমা অনায়াসেই গোলটা করে বসেন। ২৪ মিনিটে রিয়াল পেয়ে যায় দ্বিতীয় গোল। আধা ঘণ্টা না যেতেই দুই গোল দিয়ে দেয় রিয়াল মাদ্রিদ।
আধা ঘণ্টায় দুই গোলের লিড নেওয়ার পর কিছুটা জমে যায় রিয়ালের খেলোয়াড়রা। তারই সুযোগটা নেয় মায়োর্কা। দারুণ এক শটে কোর্তোয়াকে পরাস্ত করেন লি ক্যাং-লি। এর চার মিনিট পর দ্বিতীয় গোল করে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন অ্যাসেন্সিও।
৫৫ মিনিটের মাথায় অ্যাসেনসিওকে পাস দেন বেনজেমা, তাতেই হ্যাট্রিক করে বসেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই হ্যাট্রিকের মাধ্যমে চার বছর পর রিয়ালের হয়ে নতুন কেউ হ্যাটট্রিকের খাতায় নাম লেখান।
৭৮ মিনিটে ডেভিড আলাবার বাড়নো বল পিঠ দিয়ে ডান দিকে ফেলে মায়োর্কার দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন বেনজেমা। তাতে লা লিগায় ২০০তম গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেন তিনি।লা লিগার চলতি আসরে এটি ছিল তার আট নম্বর গোল।
ম্যাচের শেষ দিকে এসে ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন ইসকো। ভিনিসিয়াসের পাস থেকে সহজ এক গোল করেন তিনি। রিয়াল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে। এই জয়ে লা লিগার ছয় রাউন্ডে পাঁচ জয় আর এক ড্র'তে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
মতামত দিন