হার এড়াতে মরিয়া বার্সেলোনা ৭৫ মিনিটে সেন্টারব্যাক জেরার্ড পিকেকেও স্ট্রাইকার হিসেবে গোল করতে নামিয়ে দিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যান
চরম বিপর্যয়ের মুখে থাকা বার্সেলোনার দায়িত্ব নেওয়ার অংশ হিসেবে গত সপ্তাহেই সবার কাছে নিজের ধন্যবাদ প্রাপ্তির দাবি জানিয়ে কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন এই ক্লাবের একটি ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ কী সেটি সময়েই জানা যাবে। তবে আপাতত বর্তমান সময়টাও বার্সেলোনার জন্যে ভাল যাচ্ছে না।
কোম্যানের ওই মন্তব্যের পর থেকে যেন জিততেই ভুলে গেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠেই ০-৩ গোলে নাস্তানাবুদ হয়েছিল তারা। সোমবারেও (২০ সেপ্টেম্বর) লা লিগায় ঘরের মাঠে তুলনামুলক দূর্বল দল গ্রানাডার বিপক্ষে পরাজয়ের মুখে ছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে ম্যাচ শুরু হওয়ার দ্বিতীয় মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের দর্শকদের ঠিকমত আসন দখলের আগেই হেড থেকে করা গোলে পর্তুগিজ ডমিঙ্গোজ ডুয়ার্তে এগিয়ে দেন গ্রানাডাকে। ১২ মিনিটেই সফরকারী দল লিড দ্বিগুণের সুযোগ পেলেও গ্রানাডা ফরোয়ার্ড হোর্হে মলিনা সহজ সুযোগ নষ্ট করায় তা আর সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষ দিকে গ্রানাদা আবারও এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করলেও গোলরক্ষক টার স্টেগানের কল্যাণে সেবার রক্ষা পায় বার্সেলোনা।
তবে এলোমেলো শুরুর পরেও বার্সেলোনা ম্যাচে ফিরে এসেছিল ভালোভাবেই। ম্যাচের প্রায় পুরোটা সময়েই পিছিয়ে থাকা বার্সেলোনা সমতায় ফেরার চেষ্টায় ছিল মরিয়া। কখনোই ক্রস নির্ভর ফুটবল খেলা বার্সেলোনা গোটা ম্যাচে ৫০ এরও বেশি ক্রস করেছে। বদলি হিসবে মাঠে নামিয়েছিল লুক ডি ইয়ং, রিকি পুইগদের মত খেলোয়াড়দেরও। এমনকি সেন্টারব্যাক হিসেবে খেলা জেরার্ড পিকেকেও স্ট্রাইকার হিসেবে নামিয়ে দিয়েছিলেন কোচ কোম্যান। তবে বার্সেলোনা ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ মিস করায় গত মৌসুমের মত এ মৌসুমেও ন্যু ক্যাম্পে গ্রানাডার বিপক্ষে বার্সেলোনার হারকেই ভবিতব্য মনে হচ্ছিল।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুই তরুণ বদলি খেলোয়াড়ের যুগলবন্দীতে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। মিডফিল্ডার পাবলো গাভিরার সহায়তায় উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরুহোর গোলে পরাজয়ের লজ্জা এড়ায় বার্সেলোনা।
এ ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে রয়েছে কাতালানরা। আগামী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কাদিজের বিপক্ষে লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা।
মতামত দিন