করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া আইপিএলের ৭টি ম্যাচের মধ্যে ৪টিতেই অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে বাদ পড়ে যান সাকিব
আবুধাবিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট দ্বিতীয় অংশের। বাংলাদেশ সময়ে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের চেয়েও বাংলাদেশের দর্শকদের বড় প্রশ্ন কলকাতার আজকের ম্যাচের আজকের ম্যাচের একাদশে সাকিব আল হাসানের জায়গা হবে কি না।
আইপিএলে কোনো দলের একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি থাকতে পারে। কেকেআরের একাদশে প্রায় সময়েই একজন স্পিনিং অলরাউন্ডার থাকে। কলকাতার দলটিতে সাকিবের অন্তর্ভুক্তি এই ভূমিকাতেই। আর এই পজিশনে সাকিবের মূল প্রতিদ্ধন্দী আরেক স্পিনিং অলরাউন্ডার সুনীল নারাইন। দুজনের যেকোন একজনের জায়গা হবে কলকাতার একাদশে। তবে দুই বিদেশি পেসার নিয়ে মাঠে নামলে দুজনের কারোরই জায়গা নাও হতে পারে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বন্ধ হওয়ার আগে কলকাতা খেলেছিল ৭টি ম্যাচ। এর মধ্যে সাকিব খেলেছিলেন প্রথম ৩টি ম্যাচেই। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার নারাইনের কাছে জায়গা হারান সাকিব।
কেকেআরের হয়ে খেলা ৩ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৮ রান করেন সাকিব। অন্যদিকে বল হাতে প্রথম ম্যাচে ২ উইকেট পেলেও বাকি দুই ম্যাচে ছিলেন উইকেটশুন্য। সাকিবের নামের পাশে যা বড়ই বেমানান।
তবে দৃশ্যপট এখন অনেকটাই পাল্টেছে। ব্যাট হাতে অনুজ্জ্বল হলেও সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে বোলারদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন সাকিব। তবে আইপিএলে কেকেআরের একাদশে জায়গা করে নিতে যথেষ্ট কি না সেটিই এখন দেখার বিষয়।
মতামত দিন