এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৬৫ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর রিয়াল কিছুটা ছন্নছাড়া হয়ে পড়ে। মিনিট দশেকের মাথায় আবার গুছিয়ে খেলতে শুরু করে আনচেলত্তির শিষ্যরা। ৮৫ মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন ডি-বক্সের বাঁ প্রান্তে দাঁড়িয়ে থাকা ভিনিশিয়াস জুনিয়র। দুই মিনিট পরেই বেনজেমা গোল করেন ভিনিশিয়াসের পাস থেকে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ভ্যালেন্সিয়ার মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়াল যে খুব ভালো খেলেছে, তা বলা যাবে না। বিশেষ করে আক্রমণ গড়ে তোলার দিক দিয়ে চোখে পড়ার মতো বেশকিছু সমস্যা কিন্তু রয়েই গেছে দলটার। কিন্তু তবে বেনজেমা ও ভিনিশিয়াসের দুর্দান্ত ফর্মের কাছে সবকিছুই ফিকে হয়ে পড়েছে।
গত পাঁচ ম্যাচে ৬ গোল নিজেই করেছে বেনজেমা। ঝুলিতে রয়েছে আরও ৫টি গোলে সহায়তার কৃতিত্ব। রোনালদো যাওয়ার পর থেকেই কয়েক মৌসুম ধরে রিয়াল আক্রমণভাগের নেতা কেন তাকে বলা হয়, সেটার প্রমাণই যেন এই পরিসংখ্যান। অন্যদিকে, ভিনিশিয়াসও রয়েছে দারুণ ছন্দে। এ মৌসুমে ইতোমধ্যেই ৬ গোলে (৫ গোল ও ১ এসিস্ট) সরাসরি অবদান রেখেছেন এই তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার।
এদিকে, এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
মতামত দিন