এম্বাপ্পের থাকাটা অনিশ্চিত হলেও পিএসজির হয়ে প্রথমবারের মতো লিগ ওয়ানের শুরুর একাদশে থাকতে পারেন মেসি
টানা সাত বছর জেতার পর গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিততে ব্যর্থ হয় পিএসজি। ইউরোপ জয়ে বদ্ধপরিকর হওয়ার পাশাপাশি লিগের হারানো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্যেও বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যে রবিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ঘরের মাঠে অলিম্পিক লিওনের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
তারকায় ভরপুর দল নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির শুরুটা ভাল করলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের শুরুটা হয়েছে একদম সাদামাটা। লিগে যেখানে তারা টানা ৫টি ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগে তুলনামূলক দুর্বল দল ক্লাব ব্রুজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। এরই মাঝে আজ তারা ৭ বারের লিগ ওয়ানের শিরোপা জয়ী অলিম্পিক লিওনের মুখোমুখি হচ্ছে, যারা কি না পিএসজির লিগ শিরোপা জয়ের পথে হয়ে উঠতে পারে বড় এক বাধা।
নেইমার-এমবাপ্পেকে নিয়ে পিএসজি আগে থেকেই ছিল তারকায় ভরপুর একটি দল। সেই তালিকায় এবার নতুন সংযোজন হয়েছে লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমার মতো তারকারা। সব মিলিয়ে পিএসজি যেন এবার তারার হাট।
এত সব তারকাদের ভিড়ে আলাদাভাবে মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে গড়া ত্রয়ীর ওপরে আলাদা একটি দৃষ্টি সবারই ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যখন প্রথমবারের মত এই ত্রয়ী মাঠে নামলেন, তখন তারা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ফলে সমর্থকরাও তাদের ওপরে হতাশ। যদিও পিএসজি কোচ পচেত্তিনোর ভাষায়, এই ত্রয়ীর একত্রে ছন্দে ফিরতে আরও সময় লাগবে।
আরও পড়ুন- পচেত্তিনো: ছন্দে ফিরতে সময় লাগবে মেসি-নেইমার-এম্বাপ্পের
ইনজুরির কারণে রামোস বাইরে থাকলেও পিএসজির নতুন সাইনিংদের বাকি সবার অভিষেক ইতোমধ্যেই হয়ে গেছে। যদিও ৬ বারের ব্যালন ডি অর জয়ী মেসি পিএসজির হয়ে এখনো শুরু থেকে কোন ম্যাচ খেলেননি। তবে আজ সেই অপেক্ষার অবসান হয়ে যেতে পারে।
এছাড়া, ইনজুরি আর নিষেধাজ্ঞার কারণে সপ্তাহের মাঝখানে দলের বাইরে থাকা দুই আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও মাউরো ইকার্দিও দলে ফিরছেন। তবে বুধবারের ম্যাচে ইঞ্জুরির কারণে আগেভাগে মাঠ ছাড়া এমবাপ্পে হয়তো এ ম্যাচে থাকছেন না, আর থাকলেও শুরু থেকে নাও খেলতে পারেন।
মতামত দিন