এবারের মৌসুমে ছুটেই চলেছে বায়ার্নের জয়রথ। সেই সঙ্গে টানা আট ম্যাচে অপরাজিত বাভারিয়ানরা
জার্মান বুন্দেসলিগার এবারের মৌসুমে ছুটেই চলেছে বায়ার্নের জয়রথ। সেই সঙ্গে টানা আট ম্যাচে অপরাজিত বাভারিয়ানরা। লিগের পঞ্চম ম্যাচে খর্ব শক্তির দল বোচুমকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে উলফসবার্গকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করে নিয়েছে দলটি। এদিকে বায়ার্নের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় লেভান্ডোফস্কি টানা ১৯ ম্যাচে গোল করেছেন।
ম্যাচের শুরুর ১৭ মিনিটে লেরয় সানের সরাসরি ফ্রি-কিকে লিড নেয় বায়ার্ন। এরপর সান ২৭ মিনিটে কিমিচ এবং ৩২ মিনিটে কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন সার্জ গেনাব্রি। বিরতির খানিক আগে ৪৩ মিনিটে ভ্যাসিলিওস ল্যাম্ব্রোপুলোসের গোলে প্রথমার্ধ শেষ হয়।
এই ম্যাচের আগে এই দুই ক্লাব ৪৫ বছর আগে বুন্দেসলিগায় মুখোমুখি হয়েছিল। সেসময় বোচুম নিজ মাঠে খেলছিল এবং হাফ টাইমের আগে বায়ার্নের বিপক্ষে চার গোল করেছিল। বায়ার্ন দ্বিতীয়ার্ধে লড়াই করে ৬-৫ ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল।
এর আগে মঙ্গলবার বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার পর বায়ার্ন এ ম্যাচে যথেষ্ঠ আত্মবিশ্বাসী ছিল বায়ার্ন। অপরদিকে বোচুম দুটি পরাজয়ের পর মিউনিখে এসেছিল।
এদিকে পোল্যান্ডের তারকা খেলোয়াড় লেভান্ডোফস্কি ইতিহাস রচনা করেছেন। এই স্ট্রাইকার বায়ার্নের হয়ে ৬১ তম ম্যাচে গোল করে ব্যাবধান ৫-০ করেন। তিনি এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে প্রতিটি খেলায় গোল করেছেন। একই সঙ্গে তিনি বুন্দেসলিগার প্রথম খেলোয়াড় যিনি টানা ১৩ টি হোম ম্যাচে গোল করেছেন। এছাড়া ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ৬ষ্ঠ গোলটি করেন কিমিচ। বোচুমের জালে ৭৯ মিনিটে শেষ প্রেরেক ঠুকে দেন লেভান্ডোফস্কির বদলি হয়ে মাঠে নামা ম্যাক্সিম চুপো।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বোচুম। কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা।
তবে বোচুমের জন্য এটি আরও খারাপ হতে পারত। টমাস মুলার একটি গোল করেছিলেন কিন্তু তার গোলটি অফসাইডের জন্য ভিএআর-এর মাধ্যমে বাতিল হয়ে যায়।
মতামত দিন