৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৮ বছর পর প্রথমবারের মত পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড
১৮ বছর পর প্রথমবারের মত পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি ও লাহোরে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলে, “নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদেরকে জানিয়েছে তাদেরকে নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু ব্যাপার নিয়ে সতর্ক করা হয়েছে এবং তাই তারা একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।"
মতামত দিন