সম্প্রতি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না খেলা অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারই আইপিএলের মাধ্যমে আবারও মাঠে ফিরবেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর এ বছর ভারতে শুরু হলেও দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝপথে টুর্নামেন্টটি স্থগিত হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) আবারও শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অভিজ্ঞতা অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের জন্য সহায়ক হবে বলে আশাবাদী অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা ম্যাক্সওয়েলের ভাষ্যমতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ। কারণ সংযুক্ত আরব আমিরাত যে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্বকাপের অন্যতম আয়োজক।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩২ বছর বয়সী ম্যাক্সওয়েল ছাড়াও টপ অর্ডার ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো অনেকেই খেলেননি। তাদের সবাই আইপিএলের মাধ্যমে আবারও মাঠে ফিরবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ম্যাক্সওয়েল বলেন, “যদি তারা (অস্ট্রেলিয়ান ক্রিকেটার) না-ও খেলে, তবুও বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে কন্ডিশনে অভ্যস্ত হয়ে উঠার সুযোগ রয়েছে। আশা করি আমরা টি -টোয়েন্টি বিশ্বকাপে এ অভিজ্ঞতা মাঠে নিয়ে যেতে সক্ষম হব।”
বিশ্ব ক্রিকেটে পরাক্রমশালী দল হলেও এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে রানার্সআপ হওয়াই এ প্রতিযোগিতায় অজিদের সেরা সাফল্য।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুদলের কাছেই টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হেরে বর্তমানে এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ের ৭ম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েল অবশ্য অস্ট্রেলিয়ার টি -টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অবশ্যই এটি জিততে পারি। আমি মনে করি আমাদের একটি দুর্দান্ত দল রয়েছে এবং আমরা সেখানে অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি।”
মতামত দিন