এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে সত্তরোর্ধ্ব দাদু একাদশ এবং অনূর্ধ্ব দশ নাতি একাদশ। দাদু একাদশকে ১-০ গোলে হারায় নাতি একাদশ।
কোটালিপাড়া উপজেলার পীরারবাড়ি যুব সমাজ পশ্চিম পীরারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে সত্তরোর্ধ্ব দাদু একাদশ এবং অনূর্ধ্ব দশ নাতি একাদশ। দাদু একাদশকে ১-০ গোলে হারায় নাতি একাদশ।
ম্যাচটি উপভোগ করার জন্য কোটালিপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক দর্শক মাঠে সমবেত হন। দর্শকদের করতালি ও ব্যান্ডপার্টির বাদ্যে উৎসবে মুখরিত হয়ে উঠে গোটা মাঠ।
কোটালিপাড়ার সমাজসেবক বিমল শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাজসেবক ও আয়োজক নিখিল বালা বলেন, “যান্ত্রিক জীবনে পারিবারিক সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সম্প্রীতি ধরে রাখতে আমরা এ ম্যাচের আয়োজন করেছি। আমাদের এই ব্যতিক্রমী আয়োজনে এলাকার সকল দাদুসহ সব বয়সী মানুষ উজ্জীবিত হয়েছেন। তাদের মধ্যে আমরা পারিবারিক সম্প্রীতির বিষয়টি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। এ কাজে আমরা এলাকার সকলের সহযোগিতা পেয়েছি। আগামীতেও আমরা এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করব।”
দাদু একাদশের দলপতি ভরত বৈদ্য বলেন, “পারিবারিক ও এলাকার সম্প্রীতি রক্ষায় ম্যাচটি ভূমিকা রাখবে। নাতিদের সাথে মাঠে নেমে আমরা উদ্বেলিত। দর্শকদের মধ্যেও সম্প্রীতির বন্ধন লক্ষ্য করা গেছে। আমরা এ অনুভূতিকে কাজে লাগিয়ে পারিবারিক ও সামাজিক সম্পর্ককে আরও মজবুত করব।”
নাতি একাদশের অধিনায়ক অনিক মণ্ডল বলেন, “সম্প্রীতির ম্যাচে আমরা জয়ী হয়েছি। এটি বড় কথা নয়। খেলায় জয়পরাজয় থাকবে। দাদুদের সাথে মাঠে নেমে আমরা আনন্দঘন সম্প্রীতির বন্ধনের একটি মনোরম বিকেল কাটিয়েছি। এই সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা উন্নত সমৃদ্ধ দেশ ও শান্তিময় জীবন গড়ে তুলব।”
মতামত দিন