৩ টি-টোয়েন্টি ও ২ ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত সফরসূচি প্রকাশ করেছে বিসিবি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বরের মাঝামাঝি সময়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি -টোয়েন্টি খেলবে পাকিস্তান দল। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২০২৩ এর অংশ।
বিসিবি মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ২০১৫ সালের পর প্রথমবার বাংলাদেশে পাকিস্তানের দ্বিপক্ষীয় সফরসূচি চূড়ান্ত করে। যদিও ২০১৬ সালে এশিয়া কাপ টি –টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।
১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে শেষবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয় এবং দ্বিতীয়টিতে বাংলাদেশ ৩২৮ রানে হেরেছিল।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি:
১৯ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২৬ নভেম্বর: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
মতামত দিন