টুর্নামেন্টের প্রথম দিনেই মুখোমুখি বার্সেলোনা-বায়ার্ন, মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডও
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের কুলীন প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। বরাবরের মত ৮টি গ্রুপে ভাগ হয়ে ৩২টি দল অংশ নিতে যাচ্ছে এ টুর্নামেন্টে।
প্রথমদিনই পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে প্রতিযোগিতার অন্যতম সফল দুই দল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় ন্যু ক্যাম্পে শুরু হবে ম্যাচটি।
দুদলের সর্বশেষ সাক্ষাতে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়া প্রথমবারের মত মাঠে নামতে যাওয়া বার্সেলোনা। অন্যদিকে, বায়ার্নও চাইবে কাতালানদের বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করতে।
তবে চোটাঘাতে মার্টিন ব্রেথওয়াইট, আনসু ফাতি, ওসমান ডেম্বেলে, সার্জিও অ্যাগুয়েরো দলের বাইরে থাকায় এবং মৌসুমের শুরুতে আন্তোনিও গ্রিজম্যান লোনে দল ছাড়ায় ভঙ্গুর আক্রমণভাগ নিয়েই জার্মানদের মুখোমুখি হবে রোনাল্ড কোম্যানের দল। অপরদিকে, বায়ার্ন শিবিরে চোটের কারণে সার্জি ন্যাব্রি ও কিংসলে কোম্যানের খেলা অনিশ্চিত থাকলেও সাম্প্রতিক সময়ে তারা রয়েছে ব্যাপক ছন্দে।
এদিকে, বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের ম্যাচেরও আগে চ্যাম্পিয়ন্স লিগের পর্দা উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের মাধ্যমে। ঘরের মাঠে রেড ডেভিলদের আতিথ্য দিবে সুইস ক্লাব ইয়াং বয়েস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত পৌনে ১০টায়।
এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে আজ আরও ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচগুলোর সময়সূচি-
বিএসসি ইয়ং বয়েজ-ম্যানচেস্টার ইউনাইটেড (রাত ১০.৪৫ মিনিট)
সেভিয়া-সালজবার্গ (রাত ১০.৪৫ মিনিট)
বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ (রাত ১ টা)
ভিয়ারিয়াল-আটালান্টা (রাত ১ টা)
চেলসি-জেনিত সেন্ট পিটার্সবার্গ (রাত ১ টা)
মালমো-জুভেন্টাস (রাত ১ টা)
লিলে-ওলফসবার্গ (রাত ১ টা)
ডায়নামো কিয়েভ-বেনফিকা (রাত ১ টা)
মতামত দিন