তার চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন তালিকার তৃতীয় স্থানে
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা লিওনেল মেসি আসন্ন “ফিফা ২২” ভিডিও গেমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি।
অন্যদিকে মেসির চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে এ যাত্রায় তৃতীয় স্থানে নিয়েই খুশি হতে হয়েছে।
তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ফলে পিএসজি বেশ শক্তি অবস্থানেই রয়েছে এবার।
মতামত দিন