অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পরই নাকি সীমিত ওভারের ক্রিকেট থেকে পদত্যাগ করতে পারেন ৩২ বছর বয়সী কোহলি
ভারতীয় ক্রিকেট দলে একটি বড় পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা ভেসে আসছে।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ক্রিকেট থেকে পদত্যাগ করতে পারেন ৩২ বছর বয়সী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মাকে ওয়ানডে ও টি টোয়েন্টির অধিনায়ক করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতের তিনটি ফর্ম্যাটের অধিনায়ক কোহলি নাকি গত কয়েক মাস ধরে এই বিষয় নিয়ে রোহিত এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা করছেন।
ভারতের সাদা বলের ক্রিকেটে কোহলির ট্রফি খরার বিষয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা। অন্যদিকে চোটের কারণে বিশ্রামে নানা সময়ে জাতীয় দলের নেতৃত্ব দারুণভাবে পালন করেছেনও রোহিত শর্মা। তার নেতৃত্বে ২০১৮ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত।
যদিও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ব্যাটিংয়ে মন দিতেই নেতৃত্ব ছাড়ছেন কোহলি।
মতামত দিন