সাকিবের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও দেখা গেছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই।
এ সময় সাকিবের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও দেখা গেছে।
ফেসবুক পোস্টের ক্যাপশনে সাকিব লিখেছেন, “বিসিবি প্রেসিডেন্ট পাপন ভাইয়ের পাশে থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারাটা ছিল সম্মানের।”
মতামত দিন