ইব্রাহিমোভিচ বলেন, ‘ব্যালন ডিঅর আমাকে মিস করেছে। আমি ব্যালন ডিঅর’কে নয়’
নিজেকে মেসি-রোনালদোর চেয়ে সেরা ফুটবলার দাবি করলেন ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে ইন্টার মিলান, জুভেন্টাস, পিএসজির মত সেরা সব ক্লাবে খেলে আসা ৪০ বছর বয়সী এ তারকা সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। ”
বর্তমানে এসি মিলানের হয়ে মাঠে নামা এ ফুটবলার বরাবরই মুখের ওপর কথা বলার জন্য খ্যাত।
সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ মেসি-রোনালদোর প্রসঙ্গে বলেন, “শুধুমাত্র প্রতিভার কথা বললে আমি তাদের তুলনায় কোনো অংশেই কম নই। হয়তো শিরোপা বা ট্রফির হিসেবে আমি পিছিয়ে পড়বো। কিন্তু এতেও আমি হতাশ নই। কেননা দলীয় সাফল্য ভালো না হলে ব্যক্তিগত সাফল্যও কখনও ফুটে উঠে না। আর আমার বেলাতেও ঠিক এমনটাই ঘটেছে। এখন আপনারা বিষয়টিকে কীভাবে হিসেব করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু আমি মনে করি আমি বিশ্বের সেরা খেলোয়াড়। ”
ইব্রাহিমোভিচ আরও বলেন, “ব্যালন ডিঅর আমাকে মিস করেছে। আমি ব্যালন ডিঅর’কে নয়।”
মতামত দিন