৫ ম্যাচ টেস্ট সিরিজের ৪র্থ টেস্টটি ১৫৭ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত
ভারতের কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্য কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই এই টেস্টের ভাগ্য অনিশ্চিত ছিলো। শেষ পর্যন্ত শুক্রবার (১০ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত এবং ইংল্যান্ডের ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টটি স্থগিত করা হয়েছে। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডই এই ম্যাচটি পুনরায় আয়োজনের ব্যাপারে কাজ করছে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ কথা জানায়।
এক বিবৃতিতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলে, “বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পরে ইসিবি আজ থেকে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম টেস্ট বাতিল ঘোষণা করছে।”
ইসিবি ওই বিবৃতিতে আরও জানায়, “ক্যাম্পের ভিতরে আরও অনেকের কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কার কারণে ভারত পরিপুর্ণ দল নিয়ে মাঠে নামাতে পারছে না এবং এ কারণে দুঃখজনকভাবে তারা ম্যাচটি হারবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা এই কারণে ভক্ত এবং অংশীদারদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা জানি এটি অনেকের জন্যেই চরম হতাশা এবং অসুবিধার কারণ হবে। এ সংক্রান্ত আরও তথ্য যথাসময়ে জানানো হবে।”
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলে, “বিসিসিআই এবং ইসিবির মধ্যে সুসম্পর্কের ভিত্তিতে ইসিবিকে বাতিল হওয়া টেস্ট ম্যাচটি পুনরায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। উভয় বোর্ড এই টেস্ট ম্যাচের পুনরায় আয়োজনের জন্য একটি উপায় বের করতে কাজ করবে।
বিসিসিআই বিবৃতিতে আরও বলে, “বিসিসিআই এবং ইসিবি ৫ম টেস্ট আয়োজনের জন্যে বেশ কয়েক দফা আলোচনায় বসলেও তবে ভারতীয় দলের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটি বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিসিসিআই সব সময় খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এসেছে এবং এই বিষয়ে কোনো আপোষ করা হবে না।
এছাড়া, চলমান পরিস্থিতিতে সার্বিক সহায়তার জন্যে ইসিবিকে বিশেষ ধন্যবাদ জানায় বিসিসিআই।
যুক্তরাজ্যের টিভি চ্যানেল স্কাই স্পোর্টস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি ক্রিস ব্রড ৫ ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবেন।
প্রসঙ্গত, ভারতের কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের পর সহকারী ফিজিও যোগেশ পরমার কোভিড শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকেই থেকেই ৫ম টেস্টের ভাগ্য নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছিল। ভারতীয় ক্রিকেট দল তখন থেকেই আইসোলেশনে রয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের নমুনা নমুনা পরীক্ষার পর নতুন করে আর কেউ কোভিড শনাক্ত হয়নি।
এও জানা যায়, গত দুই দিন ধরে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনায় একাধিক ভারতীয় খেলোয়াড় মাঠে নামার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
সাড়ে ২১ হাজার দর্শক ধারণ ক্ষমতার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিতব্য ৫ম টেস্টের জন্যে যেসব ভক্তরা টিকিট কিনেছিলেন ইসিবি'র বাতিল নীতি অনুসারে তাদের টিকিট ক্রয় বাবদ সব অর্থ ফেরত দেওয়া হবে। যদিও এটি ল্যাঙ্কাশায়ারের অর্থনীতির ক্ষেত্রে এই টেস্ট বাতিল বিরাট ক্ষতি।
মতামত দিন