নেইমার ম্যাজিক পারফরম্যান্সে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জিতেই চলেছে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। আর জাতীয় দলের হয়ে বরাবরই দুর্বার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আবারও তারই প্রমাণ দিলেন তিনি। এর আগে নেইমার-এভারটন ম্যাজিকে চিলির বাধা পেরিয়েছিল ব্রাজিল। সেই মানিকজোড় আবারও জয় এনে দিলেন ব্রাজিলকে।
যদিও নিষেধাজ্ঞার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম সারির ৮ খেলোয়াড়কে পায়নি তারা। তবে তার অভাব কোনোভাবেই টের পেতে দেননি নেইমার। গোল করে এবং করিয়ে দলকে টানা অষ্টম জয় এনে দিয়েছেন এ পিএসজি তারকা। সতীর্থকে দিয়ে নেইমার করালেন প্রথমে এক গোল। পরে নিজে করলেন আরও একটি। গোল-এসিস্ট করে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি পুরোপুরি নিজের করে নিলেন নেইমার।
আরও পড়ুন- মেসির হ্যাটট্রিক, পেলেকে ছাড়িয়ে যাওয়া ও আর্জেন্টিনার এক দুর্দান্ত ম্যাচ
শুক্রবার ঘরের মাঠে ল্যাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলের ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য নিয়ে খেলতে থাকে ব্রাজিল। এক সময় ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের পায়ে। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর লক্ষ্যে ঘুরে দাঁড়ায় পেরু। শেষ পর্যন্ত ৪২ শতাংশ ছিল তাদের পায়ে। এমনকি ব্রাজিলের দুটি শটও বেশি করে তারা। যদিও বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি।
এদিকে ব্রাজিলের জয়ের দিনে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ব্রাজিলের পেলেকে টপকে কনমেবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর পেয়ে গেলেন হ্যাটট্রিকও। তাতে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয়ই পেয়ে গেছে আলবিসেলেস্তেরা।
মতামত দিন