এই ম্যাচে নতুন রেকর্ড গড়ে মাঠেই চোখ ভিজে ওঠে মেসির
আরও একবার দেশের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার করা হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
দীর্ঘ ১৮ মাস পর আর্জেন্টিনার মাঠে ফেরা দর্শকদের মুগ্ধ করে দিয়ে তিনবার লক্ষ্যভেদ করেছেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় তারা।
আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিলো প্রীতি ম্যাচ বা অপ্রতিযোগিতামূলক ম্যাচে। এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন তিনি। এ নিয়ে তার আন্তর্জাতিক গোল গিয়ে ঠেকল ৭৯-তে।
এর মাধ্যমে ফুটবলের জাদুকর পেলের জাতীয় দলের হয়ে মোট গোলের রেকর্ড (৭৮) ছাড়িয়ে গেলেন মেসি। লাতিন আমেরিকায় এখন মেসিই (৭৯) সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। এই রেকর্ড নিজের করে নিয়ে মাঠেই চোখ ভিজে ওঠে মেসির।
শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের ঘরের মাঠ এল মনুমেন্টালে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। প্রথম গোলটি করেন ম্যাচের ১৪ মিনিটে। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৪ ও ৮৮ মিনিটে আরও দুইবার স্কোরশিটে নাম তুলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। যা তার দলকে এনে দিয়েছে ৩-০ গোলের জয়।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও শক্ত হলো আর্জেন্টিনার। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৮। সবার ওপরে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল। বলিভিয়ার অবস্থান নবম।
মতামত দিন