টাইগারদের হয়ে প্রথমবারের মত কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, নাঈম শেখ ও শরিফুল ইসলাম
অক্টোবরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাহমুদল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টাইগারদের হয়ে প্রথমবারের মত কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন, নাঈম শেখ ও শরিফুল ইসলাম। তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এছাড়া, আগেই নিজেকে সরিয়ে নেওয়ায় অনুমিতভাবেই দলে নেই ওপেনার তামিম ইকবাল।
লেগ স্পিনার আমিনুল ইসলাম এবং পেসার রুবেল হোসেন রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে।
আরও পড়ুন- দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি
আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ৪টি দল মূলপর্বে জায়গা করে নিবে। এরপর ১২ দলের অংশগ্রহণে ২৩ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব।
বাছাইপর্বে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব
মতামত দিন