ক্রিকেট দুনিয়ায় কোহলির মতো মানুষ প্রয়োজন, যারা উত্তেজনার মাত্রা বাড়িয়ে রাখতে পারে
ওভালে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে বিরাট কোহলির বিতর্কিত উইকেট উদযাপনে যখন ক্রিকেট বিশ্ব বিভক্ত তখন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়কের।
কোহলির কার্যকলাপে কিছু ভুল দেখেননি উল্লেখ করে ভন বলেছেন, তিনি বিশ্বাস করেন বিরাটের এই অঙ্গভঙ্গি খেলায় আরও উত্তেজনা যোগ করেছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) ইংল্যান্ডের ওপেনার হাসিব হামিদ ও বেয়ারস্টোর উইকেট যাওয়ার পর কোহলি পর পর দুই বার “ট্রাম্পেট” বাজানোর ভঙ্গিতে উদযাপন করেন। কিন্তু কোহলির এই বিশেষ উদযাপনটিই অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে।
ভন অবশ্য কোহলির কর্মকাণ্ডকে সমর্থন করে বলেন, ক্রিকেট দুনিয়ায় কোহলির মতো মানুষ প্রয়োজন, যারা উত্তেজনার মাত্রার বাড়িয়ে তুলতে পারে।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিপক্ষে কোহলির 'দৃষ্টিকটু' উদযাপন ঘিরে বিতর্ক
ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, বিরাট কোহলি একজন অবিশ্বাস্য দলনেতা। আমি করি আমাদের খেলায় এমন চরিত্র খুব বেশি নেই, তাই যখন কোহলির মতো কেউ এমন কাণ্ড করেন আমিও তাদের সমর্থন করার চেষ্টা করি।
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, যারা কোহলির উদযাপনকে “ব্যতিক্রম” বলছে বা সমালোচনা করছে তারা প্রকৃতপক্ষে “বিরক্তিকর”। তারা বিনোদন বোঝে না। আমরা বিনোদন শিল্পে আছি যেখানে কোহলির মতো মানুষের দরকার।
এদিকে কোহলির এমন উদযাপনের কারণ জানা না গেলেও সবার ধারণা ওভাল স্টেডিয়ামে “বার্মি আর্মি”খ্যাত ইংল্যান্ড সমর্থকদের উপহাস করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক।
তবে বিরাটের উদযাপন নিয়ে তর্ক-বিতর্ক ছড়ালেও ১৫৭ রানে ম্যাচে জিতে নিজ দেশের সমর্থকদের শান্ত করেছেন কোহলি।
তাইতো খেলা শেষে কোহলি বলেন, “ভারত অধিনায়ক হিসেবে এটি আমার দেখা সেরা তিনটি বোলিং পারফরম্যান্সের মধ্যে একটি।”
মতামত দিন