যুক্তরাজ্যের করোনাভাইরাস বিধির কারণে প্রিমিয়ার লিগে নিজ নিজ ক্লাবের হয়ে পরবর্তী ম্যাচ মিস করবেন চার আর্জেন্টাইন খেলোয়াড়
ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ অর্থাৎ পরবর্তী রাউন্ডে নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারবেন না ৮ ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আরোপ করা বিতর্কিত "ফাইভ ডে রুল" নামের নিষেধাজ্ঞার কারণে তারা নিজ নিজ ক্লাবের হয়ে পরবর্তী ম্যাচে বাইরে থাকবেন তারা।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
যে আট ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না তারা হলেন- লিভারপুলের অ্যালিসন বেকার, ফ্যাবিনহো, রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটির এডারসন ও গ্যাব্রিয়েল জেসুস, চেলসির থিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও লিডস ইউনাইটেডের রাফিনহা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানায়, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইংলিশ লিগের ক্লাবগুলো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ছাড়তে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সিবিএফ ফাইভ ডে রুল নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী ইংলিশ ক্লাবগুলো আন্তর্জাতিক বিরতির সময় ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়ায় আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ম্যাচগুলোয় খেলতে পারবেন না তারা।
তবে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়ার জন্য আরেক ইংলিশ ক্লাব এভারটন তাদের অন্যতম স্ট্রাইকার রিচার্লিসনকে অনুমতি দেওয়ায় তিনি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অবশ্য সিবিএফের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে বলে জানিয়েছে।
ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পাশাপাশি মেক্সিকো,চিলি ও প্যারাগুয়েও ফিফার কাছে ফাইভ ডে রুল নিয়ম প্রয়োগের আবেদন করেছে।
আরও পড়ুন- ব্রাজিলে খেলতে গিয়ে ক্লাবের শাস্তির মুখে দুই আর্জেন্টাইন
এদিকে, যুক্তরাজ্যের করোনাভাইরাস বিধির কারণে প্রিমিয়ার লিগে নিজ নিজ ক্লাবের হয়ে পরবর্তী ম্যাচ মিস করবেন ৪ আর্জেন্টাইন খেলোয়াড়। তারা হলেন, টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লে সোলসো এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
উল্লেখ্য,যুক্তরাজ্যের করোনাভাইরাস বিধি অনুযায়ী, লাল তালিকাভুক্ত দেশ থেকে কেউ ইংল্যান্ডে ঢুকলে তাকে বাধ্যতামূলক ১০ দিনের সরকারি কোয়ারেন্টাইনে যেতে হয়। তাই আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের পাওয়া যাবে না বলে তাদের জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র দেয়নি ইংলিশ ক্লাবগুলো।
মতামত দিন