নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেশের হয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচসহ বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে খেলতে গিয়েছিলেন তারা
ক্লাবের অনুমতি না নিয়ে ব্রাজিলের বিপক্ষে দেশের হয়ে খেলতে গিয়ে জরিমানার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার জিওভানি লো চেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো। বেশ কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
ইএসপিএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফুটবলারদের না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
তবে তা উপেক্ষা করেই দেশের হয়ে রবিবার (৫ সেপ্টেম্বর) স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচসহ বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে খেলতে গিয়েছিলেন তারা।
যদিও তাদের উপস্থিতির কারণে খেলাটি মাত্র ৭ মিনিট মাঠে গড়ায়। এরপর ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা তাদের আটক করতে মাঠে ঢুকে পড়ে এবং ব্রাজিলে প্রবেশের পর কোয়ারেন্টাইন উপেক্ষা করার দায়ে অভিযুক্ত করেন।
এদিকে, ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি স্থগিত হওয়ার পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার আর্জেন্টাইন ফুটবলার জিওভানি লে চেলসো, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। ব্রাজিল ইমিগ্রেশনে ভুল তথ্য দেওয়ায় তাদেরকে আটক করতে চেয়েছিল ব্রাজিলিয়ান পুলিশ।
তবে জিওভানি লে চেলসো, ক্রিস্টিয়ান রোমেরোকে কতটুকু জরিমানা দিতে হবে তা এখনও জানা না গেলেও জরিমানার হাত থেকে বেঁচে গেছেন বাকি দুই আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের নিয়ম অমান্য করলেও অ্যাস্টন ভিলার অনুমতি নিয়েই দেশের হয়ে খেলতে গিয়েছিলেন তারা।
মতামত দিন