সমালোচকদের মন্তব্য, 'হ্যাঁ আমরা জানি আপনি আমাদের সেনাবাহিনীতে থাকতে চান বিরাট। আমরা ইঙ্গিত পাই'
ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের ওপেনার হাসিব হামিদ ও বেয়ারস্টোর উইকেট যাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির পর পর দুই বার “ট্রাম্পেট” (এক ধরনের বাদ্যযন্ত্র) উদযাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ সেপ্টেম্বর) ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচের সময় ওভালে কোহলি এভাবেই তার আবেগের বহিঃপ্রকাশ করেছেন। প্রতিবারই যখন ভারতীয় বোলাররা ইংল্যান্ডের উইকেট নিচ্ছিল তখনই তিনি বোলারদের দিকে ছুটে যাচ্ছিলেন, চিৎকার করছিলেন, আনন্দে লাফিয়ে উঠছিলেন। কিন্তু তার একটি বিশেষ উদযাপন যেখানে দেখা যাচ্ছে তিনি তুরি (ট্রাম্পেট) বাজানোর একটি ভঙ্গি করেছিলেন বলে মনে হয়েছে। যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
কোহলি এদিন দুইবার একই ধরনের উদযাপন করেন। লাঞ্চের ঠিক পরেই যখন রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের ওপেনার হাসিব হামিদকে অফ স্টাম্পে বোল্ড আউট করেন তখন একবার এবং দ্বিতীয়বার যখন জাসপ্রিত বুমরাহ জনি বেয়ারস্টোকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান তখনও তিনি এই উদযাপন করেছিলেন। যা ক্রিকেট বোদ্ধাদের কাছে তো বটেই ক্রিকেট ভক্তদের কাছেও “দৃষ্টিকটু” লেগেছে।
খেলা চলাকালীন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন ধারাভাষ্যে বলছিলেন, “আপনি যদি ম্যাচটি কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে জানতে চান তাহলে মাঠে বিরাট কোহলির উদযাপনটি দেখুন।”
তিনি বলেন, “এটি বিরাট কোহলির স্বভাবকে সুন্দরভাবে তুলে ধরেছে। কোহলির উদযাপনের কোনো সীমা নেই। তার অভিব্যক্তি সর্বদা নিষেধাজ্ঞামুক্ত, যা মাঝে মাঝে সমালোচনাও তৈরি করে।”
লরেন্স বুথ নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, “আমি সত্যিই এটি পছন্দ করি না। আমি এটা অদ্ভুত মনে করি যখন একজন শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদ একটি খেলা জিতেও সন্তুষ্ট হয় না। এমনিক সে ভক্তদের সঙ্গেও লেগে থাকে। আমি পছন্দ করি যে তার সতীর্থরা একটি উইকেট উদযাপন করছে কিন্তু কোহলি ইংল্যান্ড ভক্তদের পেছনে লেগে আছে তাদের নিয়ে তামাশা করার সময় খুঁজে পেয়েছেন।”
কোহলি কেন এমন করে উদযাপন করেছিলেন তা জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন ভারতীয় অধিনায়ক দ্য ওভাল স্টেডিয়ামে “বার্মি আর্মি” ইংল্যান্ড সমর্থক গোষ্ঠী যারা স্বাগতিক ইংল্যান্ডের সমর্থনে উৎসাহ দিচ্ছিলেন তাদেরকে উপহাস করার চেষ্টা করছেন।
তবে টুইটারে এমন বিতর্কের মধ্যেও বিষয়টি নিয়ে উল্টো বিরাট কোহলিরই সমালোচনা করেছে খোদ “বার্মি আর্মি”।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা লিখেছে, “হ্যাঁ আমরা জানি আপনি আমাদের সেনাবাহিনীতে থাকতে চান বিরাট। আমরা ইঙ্গিত পাই।”
যদিও ম্যাচটিতে ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ২১০ রানে অল আউট করে দিয়েছিল এবং ভারতকে ম্যাচটি ১৫৭ রানে জিতিয়েছিল। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো ভারত। আর এর জন্য কোহলি ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন।
বিষয়টি নিয়ে খেলা শেষে অনুষ্ঠানের সময় একটি বড় হাসি দিয়ে কোহলি বলেন, “ভারত অধিনায়ক হিসেবে এটি আমার দেখা সেরা তিনটি বোলিং পারফরম্যান্সের মধ্যে একটি।”
মতামত দিন