১৯৮২ সালে হাঁটুর ভুল অপারেশনের পর কোমায় চলে যান তিনি
৩৯ বছর কোমায় থাকার পর মারা গেছেন সাবেক ফরাসি ফুটবলার জিন-পিয়ের অ্যাডামস। সোমবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। এর আগ পর্যন্ত কোমায় ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
ফুটবল মাঠে ডিফেন্ডার হিসেবে খেলা এই খেলোয়াড় ১৯৮২ সালের ১৭ মার্চ তার হাঁটুতেঅস্ত্রোপচারের জন্যে হাসপাতাল যান। কিন্তু তখন হাসপাতালটির চিকিৎসকরা ধর্মঘটে থাকায় এক অ্যানেসথেটিস্ট রোগী দেখছিলেন। একইসময় অ্যাডামসের অস্ত্রোপচার করেন সাধারণ একজন শিক্ষানবিশ। তবে সেই অস্ত্রোপচারের সফল হয়নি। ফলশ্রুতিতে কোমায় চলে যান তিনি।
অ্যাডামসের অস্ত্রোপচারের দায়িত্বে থাকা সেই শিক্ষানবিশ চিকিৎসকও পরে আদালতে স্বীকার করেছিলেন যে তাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিলো তা তিনি যথাযথভাবে পালন করেননি।
তার স্ত্রী বের্নাদেত্তে বলেন, "এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো অপারেশন ছিল না। হাসপাতালে ধর্মঘটে চলছিল। চিকিৎসকরা অনুপস্থিত ছিল এবং এক অ্যানেসথেটিস্ট দুটি ভিন্ন কক্ষে ৮ জন রোগীর দেখাশোনা করছিল।” হাসপাতালে যে অসুবিধা চলছিল, এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ফন্টেইনবেলুর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা অ্যাডামস ক্লাব ফুটবলে খেলেছিলেন নিমস অলিম্পিক, প্যারিস সেইন্ট জার্মেইন এবং নাইসের হয়ে। এছাড়া, জাতীয় দল ফ্রান্সের হয়েও ২২ ম্যাচ খেলেছিলেন তিনি।
অ্যাডামসের মৃত্যুতে নিমস অলিম্পিক, প্যারিস সেইন্ট জার্মেইন এবং নাইস শোক প্রকাশ করেছে।
মতামত দিন