দুই দলই তাদের শেষ ম্যাচে জয়লাভ করে, সেই আত্মবিশ্বাস এখনও তাদের মধ্যে বিরাজ করছে
কোপা আমেরিকার ফাইনালের প্রায় দুই মাস পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ রাত ১টায় মুখোমুখি হবে এ দুই দল।
দুই দলই তাদের শেষ ম্যাচে জয়লাভ করেছিলেন, সেই আত্মবিশ্বাস এখনও তাদের মধ্যে বিরাজ করছে।
চিলির বিপক্ষে শেষ ম্যাচটি জিতে এভারটন জানান, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল টানা ৭ ম্যাচ জিতেছে। আর্জেন্টিনার বিপক্ষে জিতে সে সংখ্যাটিকে আটে পরিণত করতে চান তিনি।
অন্যদিকে, ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকা আর্জেন্টাইন দল কোপা আমেরিকার ফাইনালের পুনরাবৃত্তি করতে চান। দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টাইন দল, ডি মারিয়ার একমাত্র গোলে আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিলেন সেদিন।
তবে চিন্তা হয়ে দাঁড়িয়েছে, ফরোয়ার্ড লিওনেল মেসির চোট। ভেনেজুয়েলার বিপক্ষে খেলা ম্যাচে বাজেভাবে ফাউলের শিকার হন মেসি। চোট ছাড়াও মেসির ফর্মও নিয়েও আলোচনা চলছে।
মতামত দিন