কিউই অধিনায়ক ৪৯ বলে হার না মানা ৬৫ রান করলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা দলের জয়ের জন্যে যথেষ্ট ছিল না
৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম সর্বনিম্ন রানের লজ্জায় ডুবে হারা নিউজিল্যান্ড ভালোই ঘুরে দাঁড়িয়েছিলো দ্বিতীয় ম্যাচে। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে কিউইদের ৪ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং নেমে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাইম ৫৯ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু হঠাৎ পরপর দুই বলে লিটন ও মুশফিকুর আউট হয়ে গেলে চাপে পড়ে টাইগাররা। তবে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদশ। নাইম দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া, মাহমুদুল্লাহ অপরাজিত ৩৭ ও লিটন ৩৩ রান করেন।
১৪২ রানের লক্ষ্যে নেমে শুরুটা বেশ আত্মবিশ্বাসীভাবে শুরু করলেও দলীয় ১৮ রানে দুই ওপেনারকে হারিয়ে ছন্দপতন ঘটে নিউজিল্যান্ডের। তবুও তৃতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ওপর ভর করে কক্ষপথে ফেরার আভাস দেয় কিউইরা। কিন্তু ৬৫ রানে সাকিবের বলে ইয়াং আউট হলে আবার হোঁচট খায় নিউজিল্যান্ড। এরপর এক প্রান্ত আগলে রেখে টম ল্যাথাম একা লড়ে গেলেও তাকে আর যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ।
তবে মোস্তাফিজের করা শেষ ওভারের পঞ্চম ডেলিভারিতে নো বলে বাউন্ডারি হাঁকিয়ে সফরকারীদের জয়ের স্বপ্ন দেখান ল্যাথাম। শেষ ২ বলে ৮ রান লাগলেও কিউইরা তুলতে পারে মাত্র ৩ রান। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ড আটকে যায় ৫ উইকেটে ১৩৭ রানে। ল্যাথাম ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান ২টি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান মাহমুদুল্লাহ রিয়াদ।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
মতামত দিন