চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে সেলেসাওরা আর লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা ভেনেজুলেয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির মাঠে ব্রাজিল অন্যদিকে ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে সেলেসাওরা। আর লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা ১০ জনের ভেনেজুলেয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই প্রতিপক্ষ চিলিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে নেইমাররা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন এভারতন রিবেইরো। এই জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো ব্রাজিল। চলতি বিশ্বকাপ বাছাইপর্বে এক ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই একাধিক গোল করেছিল ব্রাজিল। ৭ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানকে আরও পাকাপোক্ত করলো তারা। তবে নিয়মিত একাদশের বেশ কিছু খেলোয়াড়কে না পাওয়ায় কোচ তিতের কাজটা অতো সহজ হয়নি আজকের ম্যাচে। জিততে হয়েছে ন্যূনতম ব্যবধানেই।
এদিকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নিয়েছিল কোপা চ্যাম্পিয়নরা। সফরকারী হলেও আলবিসেলেস্তেদের খেলায় সেই ছাপ ছিল না। কোপা আমেরিকায় শিরোপাজয়ের পর প্রথম ম্যাচ, তাতে জয়ের প্রত্যাশা স্বাভাবিক। সেটা আর্জেন্টিনা পূরণ করেছে ভালোভাবেই। ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-১ গোলে। গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। বিপরীতে গোল ঠেকাতে ব্যস্ত থাকতে হয়েছে ভেনেজুয়েলাকে। ৩২ মিনিট থেকে ১০ জনের দলে পরিণত হওয়ায় তাদের চ্যালেঞ্জ ছিল আরও বেশি। শেষে এক গোল শোধ দিলেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভেনেজুয়েলাকে।
প্রথমার্ধের শেষতক ৮১ শতাংশ সময় বলের দখলে ছিল আলবিসেলেস্তেরা। তবু গোল যেন দেখা দিচ্ছিল না মোটেও। জিওভানি লো চেলসোর বাড়ানো বলে তার দারুণ প্লেসমেন্ট বিরতির আগে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। দ্বিতীয় গোলটা আসে বদলি হিসেবে মাঠে নামা হোয়াকিন কোরেয়ার কল্যাণে। দুই গোলে এগিয়ে গিয়ে চালকের আসনে চলে যায় আলবিসেলেস্তেরা।
তৃতীয় গোলের দেখাও পেতেও খুব একটা সময় লাগেনি স্ক্যালোনির দলের। সেটা এলো আরেক কোরেয়ার পা থেকে। মেসির পাস থেকে লাওতারো শট করেছিলেন, সেটা ভেনেজুয়েলা গোলরক্ষক সামলালেও আয়ত্বে রাখতে পারেননি, ফিরতি চেষ্টায় আনহেল কোরেয়া জালে পাঠান বলটা। ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
তবে শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করতে হয়েছে আর্জেন্টাইনদের। এর ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
মতামত দিন