ধারের চুক্তি শেষে মাত্র ৪০ মিলিয়ন ইউরো গুনেই গ্রিজম্যানকে আবার কিনে নিতে পারবে অ্যাটলেটিকো
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের দায়িত্ব ওঠার কথা ছিল তার কাঁধেই। তবে দলবদলের শেষ দিনে এসে এলোমেলো হয়ে গেল সব হিসেব। দিনের একেবারে শেষ দিকে বার্সা ছেড়ে পুরনো ঠিকানায় ফিরে গেলেন ফরাসি স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
তিনি জানান, এক বছরের ধারের চুক্তি শেষে মাত্র ৪০ মিলিয়ন ইউরো গুনেই গ্রিজম্যানকে আবার কিনে নিতে পারবে অ্যাটলেটিকো।
অনেক চেষ্টার পর ২০১৯ সালে ১২০ মিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করে অ্যাটলেটিকো থেকে গ্রিজম্যানকে নিয়ে এসেছিল বার্সেলোনা। তবে আসার পর থেকেই ক্লাবের সঙ্গে তার বনিবনা না হওয়া নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। অবশেষে দুই বছর পর ধারে খেলতে সেই অ্যাটলেটিকোতেই ফিরলেন তিনি।
দুই বছরে বার্সেলোনার হয়ে মোট ১০২টি ম্যাচে ৩৫ গোল আর ১৭টি অ্যাসিস্ট করেছেন গ্রিজম্যান। কাতালানদের জার্সি গায়ে চড়িয়ে গ্রিজম্যান ২০২০-২১ মৌসুমে একমাত্র শিরোপা হিসেবে কোপা দেল রে জিতেছেন।
হুট করেই দলবদলের মৌসুমের শেষ মুহূর্তে এসে বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে খেলতে গেলেন গ্রিজি। আর এক বছর পর মাত্র ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়েই গ্রিজম্যানকে কিনে নিতে পারবে অ্যাটলেটিকো।
মতামত দিন