সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টেইন
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন স্টেইন।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার। সেটাও আর বেশি দিন চালিয়ে যেতে পারলেন না তিনি।
রক ব্যান্ড কাউন্টিং ক্রোস-এর এ লং ডিসেম্বর গানের লাইন উদ্ধ্বৃত করে অবসরের ঘোষণা দিয়ে স্টেইন লিখেছেন, “অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, পায়ে টেপ পেঁচানো, জেট ল্যাগ, আনন্দ, ভাতৃত্বের ২০ বছর। অনেক অনেক স্মৃতি। ধন্যবাদ দেওয়ার মতো অনেক বেশি মানুষ। আমি তাই আমার ব্যক্তিগত বিশেষজ্ঞ কাউন্টিং ক্রোসের ওপরে সব বলার ভার তুলে দিলাম।”
এরপর লিখেছেন, “সবচেয়ে ভালোবাসি যে খেলাটা, সেটা থেকে আনুষ্ঠানিকভাবে আজ অবসর নিলাম। অম্লমধুর অভিজ্ঞতা, তবে কৃতজ্ঞ আমি।”
পরিবার, সমর্থক, সাংবাদিক, সতীর্থ টুইটারে—সবাইকে অসাধারণ এ ভ্রমণে সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল স্টেইনের। সেখান থেকে ৬৯৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে থামলেন তিনি। দেশের হয়ে ৯৩ টেস্টে ৪৩৯টি, ১২৫ ওয়ানডেতে ১৯৬ আর ৪৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৪ উইকেট।
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
মতামত দিন